আপনার মার্কেটিং সফল হচ্ছে নাকি বাজেট নষ্ট হচ্ছে? জানেন তো?

আপনার ওয়েবসাইটে হাজার হাজার ভিজিটর আসছে, কিন্তু কতজন ক্রয় করছে? কোন সোর্স থেকে বেশি কাস্টমার আসছে? কোন ক্যাম্পেইন ভালো কাজ করছে?—এসব কিছুই কি আপনার জানা আছে?

যদি না জানেন, তাহলে বুঝতে হবে—আপনার ব্যবসা “অনুমাননির্ভর”, ডাটা-ড্রিভেন নয়! 😨

🚨 সমস্যাগুলো কী?

🚫 Google Analytics (GA4) সেটআপ নেই—তাই ওয়েবসাইটের আসল পারফরম্যান্স জানা সম্ভব নয়!

🚫 Google Tag Manager (GTM) নেই—কোন ইভেন্ট, ফর্ম সাবমিশন, স্ক্রল ডেপথ ট্র্যাক হচ্ছে না!

🚫 User Behavior বোঝার কোনো সঠিক ডাটা নেই—কাস্টমার কীভাবে ওয়েবসাইট ব্যবহার করছে, সেটাই অজানা!

🚫 Facebook & Google Ads-এর পারফরম্যান্স যাচাই করা যাচ্ছে না!

🚫 UTM Tracking নেই—কোন সোর্স (Facebook, Google, Email) থেকে বেশি কাস্টমার আসছে, তা বোঝা যাচ্ছে না!

✅ সমাধান:

🔥 GA4 সেটআপ করুন—ওয়েবসাইটের ট্রাফিক, কনভার্সন, ও ইউজার বিহেভিয়ার বিশ্লেষণ করুন!

🔥 GTM দিয়ে Custom Event Tracking সেট করুন—Checkout, Add to Cart, Button Click ইত্যাদি ট্র্যাক করুন!

🔥 Facebook Pixel ও Google Ads Conversion Tracking ইন্টিগ্রেট করুন!

🔥 UTM Parameters ব্যবহার করুন—যে সোর্স থেকে ট্রাফিক আসছে, সেটির রিয়েল পারফরম্যান্স চেক করুন!

🔥 Heatmap & Session Recording সেটআপ করুন—কাস্টমাররা ওয়েবসাইটে কোথায় ক্লিক করছে, কোথায় সময় কাটাচ্ছে, তা জানুন!

💡 “ডাটা ছাড়া ডিজিটাল মার্কেটিং করা, মানে না দেখে গাড়ি চালানো!” 🏎️🚦 এখনই GA4 ও GTM সেটআপ করুন, ব্যবসাকে ডাটা-ড্রিভেন করুন! 🚀

📢 আপনার GA4, GTM & Tracking ঠিকমতো কাজ করছে? আমাদের সাথে ফ্রি অডিট করুন!